এক্সপ্লোর
Advertisement
রাজনৈতিক ক্ষমতা দখল করে সম্পত্তির পরিমাণ বাড়ানোই কিছু লোভী লোকের লক্ষ্য, নাম না করে লালুকে আক্রমণ নীতীশের
নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারির আরও একটি মামলায় পাঁচ বছর কারাদণ্ডের সাজা পাওয়া লালুপ্রসাদ যাদবকে নাম না করে তীব্র আক্রমণ করলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কিছু লোকের একমাত্র লক্ষ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করে সম্পত্তি বাড়ানো। এই ধরনের লোকজন লোভে ডুবে থাকে।’
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু সাজা পাওয়ার পর বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে আরজেডি। তারা জেডিইউ-এর বিরুদ্ধে বিজেপি-র সঙ্গে মিলে লালুকে জেলে পোরার জন্য চক্রান্তের অভিযোগও করেছে। নীতীশ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আর্থিক নয়ছয় ও প্রতারণামূলক কার্যকলাপের জন্য আরজেডি-র সঙ্গে জোট গড়েনি বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের যে জন্য নির্বাচিত করা হয়েছে, এখন সেই কাজটা করতে পারছি। আমরা ন্যায়বিচার ও উন্নয়নমূলক কাজের সঙ্গে আপস করব না।’
সম্প্রতি বক্সারে নীতীশের কনভয়ে পাথর ছোড়া হয়। তা সত্ত্বেও তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখবেন এবং মানুষের অভিযোগ শুনবেন বলে জানিয়েছেন। নাম না করে আরজেডি-কে তোপ দেগে নীতীশ বলেছেন, ‘আমাদের নির্বাচিত করা হয়েছিল। সেই কারণেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। অন্যরা যা ইচ্ছা করতে পারে। উস্কানির ফলে মানুষ যদি আমার দিকে পাথর ছোড়েন, তারপরেও আমি মানুষের জন্য কাজ করে যাব।’
নীতীশ আরও বলেছেন, ২০১২ সালে খাগারিয়াতেও তাঁর কনভয়ে পাথর ছোড়া হয়েছিল। কিন্তু তাতে দলের লক্ষ্য বদল হয়নি। এবার যারা পাথর ছুড়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকার তাদের জামিনের আবেদনের বিরোধিতা করবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement