এক্সপ্লোর
হেঁটেছেন, ব্যায়াম করেছেন, সনিয়ার দ্রুত সেরে ওঠায় খুশি চিকিৎসকরা

নয়াদিল্লি: অবস্থা স্থিতিশীল। আজ ব্যায়াম করেছেন, রাস্তায় বেশ কিছুক্ষণ হাঁটা-চলাও করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দ্রুত সেরে ওঠায় খুশি চিকিৎসকরাও। প্রসঙ্গত, সম্প্রতি স্যার গঙ্গারাম হাসপাতালে বাঁ কাঁধে অস্ত্রোপচার হয় সনিয়ার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবকিছু স্বাভাবিক রয়েছে। সনিয়া দ্রুত সেরে ওঠায় খুশি ডাক্তাররাও। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করতে গিয়ে গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডি এস রাণা বলেন, কংগ্রেস সভানেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রচারে অংশ নিতে বারাণসী গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী। সেখানেই রোড-শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সনিয়া। জ্বরে কাবু হয়ে পড়েন তিনি। শরীর থেকে অতিরিক্তি জল বেরিয়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। দলের প্রচারাভিযান মাঝপথে ছেড়ে বিশেষ বিমানে রাজধানীতে নিয়ে আসা হয় তাঁকে। রাতেই ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায়, তাঁকে সেখান থেকে গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কাঁধে অস্ত্রোপচার হয় তাঁর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















