এক্সপ্লোর
সব ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই, জানালেন রেলমন্ত্রী

ছবি সৌজন্যে ট্যুইটার
লখনউ: কিছুদিনের মধ্যেই দেশের সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। লখনউয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। রেলমন্ত্রী বলেছেন, ‘আমাদের সরকার দেশের সব রেলস্টেশন পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা এবং সবরকম সুবিধাযুক্ত করার বিষয়ে দায়বদ্ধ। আমরা সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ওয়াইফাইয়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সম্প্রতি রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, তেজস ও শতাব্দী এক্সপ্রেস থেকে সব এলসিডি স্ক্রিন সরিয়ে নেওয়া হবে। যাত্রীরা প্রায়ই এলসিডি স্ক্রিন ভেঙে দিচ্ছেন। তেজস এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই হেডফোন চুরি হয়ে যাচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এরই মধ্যে নয়া ঘোষণা করলেন রেলমন্ত্রী। তিনি আরও বলেছেন, রায়বরেলির রেল কোচ তৈরির কারখানাকে বিশ্বের বৃহত্তম করে তুলবেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















