এক্সপ্লোর
Advertisement
শিগগিরই ঘরোয়া উড়ানেও লাগতে পারে আধার বা পাসপোর্ট
নয়াদিল্লি: আগামী ২-৩ মাসের মধ্যেই দেশের মধ্যে বিমান ধরতে গেলে আধার কার্ড বা পাসপোর্ট লাগতে পারে আপনার। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে এ কথা জানা গিয়েছে।
মন্ত্রক জানাচ্ছে, যাত্রীদের অভব্য আচরণ সম্পর্কিত একটি তালিকা তৈরি করছে তারা। তাতে চারটি পর্যায় থাকবে, প্রতিটি পর্যায়ে ঠিক করে দেওয়া হবে, নির্দিষ্ট কোনও অপরাধের জন্য একজন যাত্রীকে কতদিন বিমানে চড়তে দেওয়া যাবে না। আর যাত্রী পরিচিতির জন্য বিমানের টিকিট বুকিংয়ের সময় আধার বা পাসপোর্ট অত্যন্ত প্রয়োজন। দুটির মধ্যে যে কোনও একটি হলেই চলবে।
সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্ট বা সিএআর-এর এই খসড়া সম্ভবত আগামী সপ্তাহে প্রকাশ্যে আনা হবে জনসাধারণের জন্য, জানতে চাওয়া হবে মতামত। এ জন্য সময় দেওয়া হবে ৩০দিন। অর্থাৎ জুন-জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সব কিছু।
তবে শিবসেনার ‘চপ্পল’ সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে যেভাবে সপ্তাহদুয়েক বসিয়ে রাখার পরেই বিমান চড়ার ছাড় দেওয়া হল, তাতে সমালোচনার মুখে পড়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কিন্তু মন্ত্রক সূত্রে খবর, যেভাবে দিল্লি পুলিশ গায়কোয়াড়ের বিরুদ্ধে তিন তিনটি অভিযোগ দায়ের হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে, তাতে তারা ক্ষুব্ধ।
তারা জানিয়েছে, বিমান পরিবহনে এমন কোনও নিয়ম নেই, যাতে কোনও একজনকে অনির্দিষ্টকালের জন্য বিমানে চড়তে না দেওয়া যায়। যেভাবে ২ সপ্তাহের জন্য গায়কোয়াড়কে বিমানে চড়তে দেওয়া হয়নি, তাও নজিরবিহীন। অসামরিক বিমান পরিবহন কোনও আইন সংক্রান্ত সংস্থা নয়, যা করার পুলিশকেই করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement