এক্সপ্লোর
রাহুলের মোদীকে আলিঙ্গন, চোখ টিপে ইশারায় ক্ষুব্ধ স্পিকার, বললেন, এটা ঠিক হয়নি

নয়াদিল্লি: রাহুল গাঁধীর লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গনে খুশি নন স্পিকার সুমিত্রা মহাজন। এমন আচরণ সংসদে চলতে পারে না বলে তাঁর অভিমত। তিনি বলেছেন, যেভাবে রাহুল আলিঙ্গন করেছেন, তা ঠিক হয়নি। সভার একটা রীতি বা নিয়ম, ডেকোরাম আছে। প্রধানমন্ত্রী যখন সভায় বসে রয়েছেন, তখন তিনি ব্যক্তি নরেন্দ্র মোদী নন, দেশের প্রধানমন্ত্রী। শুধু মোদীকে জড়িয়ে ধরাই নয়, রাহুল যখন নিজের আসনে ফিরে গিয়ে চোখ মারেন, সেটাও সভার মর্যাদার সঙ্গে মানানসই, সঙ্গতিপূর্ণ হয়নি বলে অভিমত জানিয়েছেন স্পিকার। প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত, বলেছেন তিনি। পাশাপাশি রাহুল যে ভাষায় মোদীকে এদিন নানা ইস্যুতে বিঁধেছেন, তার সমালোচনায় সরব হয়েছেন শাসক দলের নেতারাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















