এক্সপ্লোর
Advertisement
রাজ্যসভায় সরকার-বিরোধীপক্ষের তুমুল বিতণ্ডা, তিন তালাক বিল নিয়ে অচলাবস্থা জারি
নয়াদিল্লি: তাৎক্ষনিক তিন তালাক বিরোধী বিল ‘দ্য মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ)’ নিয়ে আজও কোনও রফাসূত্র পাওয়া গেল না। রাজ্যসভায় আজ এই বিল নিয়ে সরকারপক্ষের সঙ্গে বিরোধীদের তুমুল বিতণ্ডা হয়। বিরোধীরা এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়। কিন্তু সরকার সেই দাবি মানতে নারাজ। ফলে অচলাবস্থা কাটল না। আগামীকাল শীতকালীন অধিবেশনের শেষ দিন। তিন তালাক বিরোধী বিল নিয়ে কোনও রফাসূত্র মেলার সম্ভাবনা কম বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আজ বিতর্ক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, বিরোধীরা বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর বিষয়ে যে প্রস্তাব পেশ করেছে, সেক্ষেত্রে নিয়ম মানা হয়নি। কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ পাল্টা দাবি করেন, সরকার যদি তাৎক্ষনিক তিন তালাক দেওয়া ব্যক্তির কারাদণ্ড হওয়ার পর তাঁর স্ত্রী ও পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি মেনে নেয়, তাহলে আর কোনও সমস্যা থাকে না। তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে অনড় থাকে। এই দাবিকে সমর্থন করে বিজেপি-র জোটসঙ্গী টিডিপি-ও। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই প্রস্তাবের পক্ষে ভোটাভুটির দাবি জানান। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বলেন, বিরোধীদের প্রস্তাব ও সংশোধনীর দাবি গৃহীত হলেও, আজ কার্যবিবরণীতে বিলটি না থাকায় তিনি সেটি গ্রহণ করতে পারবেন না।
গত ২৮ ডিসেম্বর কোনও সংশোধনী ছাড়াই লোকসভায় পাশ হয় তাৎক্ষনিক তিন তালাক বিরোধী বিল। এরপর রাজ্যসভায় বিলটি পেশ করে সরকার। কিন্তু বিরোধীরা একযোগে বিলটির বিরোধিতা করায় সরকার চাপে পড়ে গিয়েছে। গতকালই তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ও কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব পেশ করেন। কিন্তু জেটলি দাবি করেন, অন্তত ২৪ ঘণ্টা আগে এই প্রস্তাবের বিষয়ে জানাতে হয়। সেটা না করে হঠাৎ প্রস্তাব পেশ করা হয়েছে। তাই সেটা আইন-বিরোধী। এ বিষয়ে গতকালের পর আজও উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। ফলে দিনের মতো অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ইন্ডিয়া
Advertisement