এক্সপ্লোর
Advertisement
দুবছর পর ফের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এল ট্রাক বোঝাই লাল পাথর
অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দিরের জন্য লাল পাথর ফের আসতে শুরু করল। গতকাল সন্ধেয় ভরতপুর থেকে দুটি ট্রাকে লাল পাথর অযোধ্যায় পৌঁছেছে। মন্দির তৈরির জন্য অযোধ্যায় লাল পাথরগুলি পালিশ করা হবে। ২০১৫-র দু বছর পর অযোধ্যায় ফের এল লাল পাথর। ওই সময় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সরকার ওই পাথর আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পালে নতুন করে হাওয়া লেগেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপি ও সঙ্ঘের তাবড় তাবড় নেতারা মন্দির নিয়ে সুর চড়া করতে শুরু করছেন। যদিও সুপ্রিম কোর্টে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় এখনও বকেয়া রয়েছে।
এরইমধ্যে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) মন্দির নির্মাণের প্রস্তুতি জোরদার করল। গতকাল পরিষদ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যররাজস্ব বিভাগের ফরম ৩৯-এর ধারা পূরণ করে রাজস্থান থেকে দুই ট্রাক লাল পাথর অযোধ্যায় আনল। অখিলেশ সরকার এই ফরম ৩৯-এ নিষেধাজ্ঞা জারি করে পাথর নিয়ে আসা বন্ধ করেছিল।
পরিষদের এক নেতার দাবি, মন্দির নির্মাণে বাধার প্রাচীর গড়ে তোলার ফল হাতেনাতে পেয়েছেন অখিলেশ। এই কারণেই তিনি ফের ক্ষমতায় ফিরতে পারেননি। তিনি আরও দাবি করেছেন, ১৯৯০-এ রামভক্তদের ওপর গুলি চালানোর পর ক্ষমতার বাইরে চলে যেতে হয়েছিল তত্কালীন সমাজবাদী পার্টি সরকারের প্রধান মুলায়ম সিংহ যাদবকে। এবার অখিলেশকেও সেই একই পরিণতির মুখে পড়তে হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement