এক্সপ্লোর
Advertisement
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
হায়দরাবাদ: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রের। আজ ভোরে রুমেই আত্মহত্যার চেষ্টা করেন স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র পরভিন নাল্লি(২৫)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, এবছরের শুরুতেই জানুয়ারি মাসে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র, রোহিত ভেমুলা আত্মঘাতী হন। দলিত সম্প্রদায়ের ছাত্র রোহিতের মৃত্যুতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
পুলিশ জানিয়েছে, ২০৪ নম্বর রুমে গলায় দড়ি দেয় পারভিন। ভোর ৪ টে নাগাদ আরএমও বা রেসিডেন্ট মেডিক্যাল অফিসারকে খবর দেয় অন্যান্য ছাত্ররা। তখনও বেঁচে ছিলেন পারভিন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। হোস্টেলের ঘর থেকে এখনও কোনও সুইসাইড নোট মেলেনি।
পারভিনের রুমমেট জানিয়েছেন, গতকাল রাতে ঘরে একাই ছিলেন পারভিন। তাঁর এই বন্ধু অন্য এক বন্ধুর ঘরে রাতে ঘুমিয়েছিলেন। ভোরবেলা ঘরে এসে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় দরজা ভেঙে ফেলেন তিনি। দেখেন, ঘরে ঝুলন্ত অবস্থায় পারভিনের দেহ।
পারভিনের বাড়ি হায়দরাবাদ থেকে ৫০ কিমি দূরে তেলঙ্গনার মেহবুবনগর জেলার শাদনগরের জওহরনগর কলোনিতে। মধ্যবিত্ত অন্যান্য অনগ্রসর শ্রেণি(ওবিসি) পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা এন নরসিমহুলু বিএসএনএল-এর কর্মী। পারভিনের দাদা জানিয়েছেন, তিনদিন আগে শেষ ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল পরিবারের। তিনি জানিয়েছেন, সমস্যা নিয়ে বাড়ির সঙ্গে কখনওই আলোচনা করতেন না পারভিন। তাঁদের কোনও আর্থিক সমস্যাও ছিল না। এবছরই জুলাইতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও কিছু জানা যায়নি। দুটি নোটবুক, ল্যাপটপ ও দুটি সেলফোন উদ্ধার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement