এক্সপ্লোর
Advertisement
ইন্টারনেট সংযোগ নেই, অনলাইন ক্লাস করতে রোজ পাড়ি দিতে হয় ৫০ কিমি রাস্তা, জাতীয় কমিশনের দ্বারস্থ ২০০ পড়ুয়া
ঘূর্ণিঝড় নিসর্গে বিধ্বস্ত গ্রাম, নেই ইন্টারনেট সংযোগ। রোজ ৫০ কিলোমিটার দূরে অনলাইন ক্লাস করতে যেতে হচ্ছে। বাধ্য হয়ে শিশুদের অধিকার রক্ষার জাতীয় কমিশনের দ্বারস্থ হল ২০০ পড়ুয়া।
মহারাষ্ট্র: ঘূর্ণিঝড় নিসর্গে বিধ্বস্ত গ্রাম, নেই ইন্টারনেট সংযোগ। রোজ ৫০ কিলোমিটার দূরে অনলাইন ক্লাস করতে যেতে হচ্ছে। বাধ্য হয়ে শিশুদের অধিকার রক্ষার জাতীয় কমিশনের দ্বারস্থ হল ২০০ পড়ুয়া।
প্রথমে কোভিড পরিস্থিতি, তার উপর নিসর্গের ক্ষতি। তছনচ হয়ে গিয়েছে মহরাষ্ট্রের সমুদ্র উপকূলের রত্নগিরি জেলার বেশ কিছু গ্রাম। করোনা আগেই বন্ধ করেছিল স্কুলে যাওয়া। বাড়ি থেকেই অনলাইনে চলছিল পড়াশোনা। কিন্তু নিসর্গের পর থেকে দীর্ঘদিন এলাকায় নেই ইন্টারনেট কানেকশান। কিন্তু বন্ধ করা চলবে না পড়াশোনা। তাই রোজ ৫০ কিমি হেঁটে ক্লাস করতে যেতে হচ্ছে প্রায় ২০০ পড়ুয়াকে। বাধ্য হয়ে ইন্টারনেট কানেকশান ফেরানোর জন্য শিশুদের অধিকার রক্ষার জাতীয় কমিশনে আবেদন করল ওই ছাত্র-ছাত্রীরা।
এনসিপিসিআর প্রধান প্রিয়াঙ্ক কানুঙ্গ জানান, 'প্রায় ১ মাস ধরে ওই গ্রামে ইন্টারনেট কানেকশান নেই। চেষ্টা করা হচ্ছে ওই গ্রামে যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে ইন্টারনেটের ব্যবস্থা করে দেওয়ার। 'তিনি জেলাশাসককে এই বিষয়টির দিকে নজর দিতে বলেছেন। তিনি আরও বলেছেন, 'করোনা পরিস্থিতিতে পড়াশোনা চালানোর জন্য ইন্টারনেট ব্যবস্থা অন্তত জরুরি হয়ে পড়েছে। তাই কেবলমাত্র ইন্টারনেট কানেকশানের জন্য পড়ুয়াদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখতে হবে।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement