তেজপুরের কাছে নিখোঁজ বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান

তেজপুর: নিয়মমাফিক উড়ানে গিয়ে অসমের তেজপুরের কাছে আচমকা নিখোঁজ হল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান।
বায়ুসেনার তরফে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুই পাইলটকে নিয়ে রুটিন সর্টি বা নিয়মমাফিক উড়ানে যায় সুখোই-৩০ বিমানটি। কিন্তু সকাল ১১টা ১০ মিনিট নাগাদ আচমকা বিমানটির সঙ্গে গ্রাউন্ড সাপোর্টের রেডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, যে সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তখন সেটি তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অরুণাচল প্রদেশের দৌলাসাঙ অঞ্চলে ছিল। খবরে প্রকাশ, তখন ওই অঞ্চলের আবহাওয়া প্রতিকূল ছিল। আশঙ্কা করা হচ্ছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত ভেঙে পড়েছে।
যদিও, বায়ুসেনার তরফে এখনও তা জানানো হয়নি। বিমানটির খোঁজে জোর তল্লাশি শুরু করেছে বায়ুসেনা। প্রসঙ্গত, তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে মাত্র ১৭২ কিলোমিটার দূরে অবস্থিত চিন সীমান্ত।






















