এক্সপ্লোর
কেন্দ্রের গবাদি বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জির শুনানি ১৫ জুন

নয়াদিল্লি: গবাদি পশু ক্রয়-বিক্রয় সংক্রান্ত কেন্দ্রের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আর্জির শুনানি হবে সুপ্রিম কোর্টে। পিটিশনারের আইনজীবীর আর্জির ভিত্তিতে আগামী ১৫ জুন আর্জির শুনানির দিন ধার্য করেছে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি দীপক গুপ্তর অবকাশকালীন বেঞ্চ। আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছেন যে, সরকারের ওই নির্দেশনামা ধর্মীয় উদ্দেশে পশু নিধনের অনুমতি সংক্রান্ত আইনের পরিপন্থী। উল্লেখ্য, কেন্দ্রের এই গবাদি পশু সংক্রান্ত নির্দেশিকার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই নির্দেশিকাকে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ ও দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠানো ধ্বংস করার চেষ্টা বলে অভিযোগ করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এই বিজ্ঞপ্তির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এই নির্দেশিকা সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক পশুদের প্রতি নিষ্ঠুরতা (গবাদি পশু বাজার নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী নয়া বিধি সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে দেশের বাজারগুলিতে নিধনের জন্য পশু ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষির প্রয়োজন ছাড়া গবাদি পশু বাজার থেকে কেনাবেচা করা যাবে না। এখন থেকে ক্রেতাকে প্রমাণ দিতে হবে তিনি কৃষিজীবী, কৃষির প্রয়োজনে পশু কিনছেন। এবং বিক্রেতাকে লিখিত ভাবে জানাতে হবে, জবাইয়ের জন্য পশুটিকে বিক্রি করা হচ্ছে না। ক্রেতা এবং বিক্রেতা দু’জনকেই তাঁদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। পশু বাজারের আধিকারিকরা সেগুলি খতিয়ে দেখে তবে অনুমোদন দেবেন। সম্প্রতি এই গবাদি বিধির প্রতিবাদে মেঘালয়ের দুই বিজেপি নেতাও দল ছেড়েছেন। উল্লেখ্য, সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট এই বিজ্ঞপ্তিতে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে। যদিও কেরল হাইকোর্ট গবাদি-বিধির বিরুদ্ধে আর্জি খারিজ করে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















