এক্সপ্লোর
ট্যাক্সিচালকদের অতিরিক্ত ভাড়া দাবি, দিনেদুপুরে ডাকাতির সামিল:কেজরীবাল

নয়াদিল্লি: অ্যাপস নির্ভর ট্যাক্সি সংস্থাদের উদ্দেশে কড়া বার্তা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। ইচ্ছাকৃতভাবে ট্যাক্সির ভাড়াবৃদ্ধি, দিনে দুপুরে ডাকাতির সমান। দিল্লিতে এসব চলবে না, কোনও দায়িত্বশীল সরকার সেটা মেনে নেবে না। আজ এক টুইটবার্তায় একথা জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সম্প্রতি দিল্লিতে, অ্যাপস নির্ভর ট্যাক্সি চালকেরা ব্ল্যাকমেল করা শুরু করেছে। প্রসঙ্গত, তারা প্রকাশ্যেই দাবি করছে, যদি তাদের লুঠ করতে না দেওয়া হয়, তাহলে তারা রাস্তায় ট্যাক্সি নামাবে না। তিনি একাধিক টুইটবার্তায় বলেন, এভাবে অতিরিক্ত ভাড়া চাওয়া, লাইসেন্স ছাড়া চালকদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেওয়া তাঁর সরকার কখনওই মেনে নেবে না। তিনি এর সঙ্গে এটাও উল্লেখ করতে ভোলেননি, অ্যাপস নির্ভর ট্যাক্সি পরিষেবার বিরুদ্ধে তিনি নন, কিন্তু তাদেরকেও আইন মেনেই চলতে হবে। দিল্লি সরকার দিন কয়েক আগেই ১৮ টি ওলা ও উবের ট্যাক্সিকে বাজেয়াপ্ত করে, কারণ তারা বেধে দেওয়া ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করছিল। 'সার্জ প্রাইসিং' বা অতিরিক্ত ভাড়াবৃদ্ধির মাধ্যমে এই অ্যাপস নির্ভর ট্যাক্সি সংস্থাগুলি তাদের চালকদের বেশি ইনসেন্টিভ পাইয়ে দেওয়ার লোভে দেখায়। যার ফলে সারাদিন ট্যাক্সি চালায় ট্যাক্সি চালকেরা। এরফলে বহু সমস্যার মধ্যেও পরিষেবা পায় গ্রাহকেরা। কিন্তু সেই সুযোগ নিয়েই যা ইচ্ছে তাই করছে অ্যাপস নির্ভর ট্যাক্সি সংস্থাগুলি।
Some taxis saying they will not provide cab if they are not allowed to loot. This is open blackmailing n govt will not let that happen(2/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 20, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















