সার্জিক্যাল স্ট্রাইকের এক বছর, তৈরি হচ্ছে ছবি, প্রকাশ পাচ্ছে বই
নয়াদিল্লি: ঠিক এক বছর আগের ঘটনা। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে অত্যন্ত গোপনে অত্যাধুনিক অ্যাটাক-চপারে চেপে নিয়ন্ত্রণরেখা পার করে পাক-অধিকৃত কাশ্মীরে পৌঁছয় ভারতীয় সেনার এলিট কম্যান্ডোদের একটি দল।
নিশুতি রাতে অত্যন্ত গোপনে চলে অভিযান। ঠিক চার-ঘণ্টার মধ্যেই তাঁরা সকলে ফিরে আসে এপারে। কিন্তু, ততক্ষণে, সাতটি জঙ্গি-লঞ্চপ্যাড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খতম হয়েছে ৫০ জঙ্গি। দেখতে দেখতে একটা বছর পার করল ভারতীয় সেনার এই দুর্ধর্ষ সার্জিক্যাল স্ট্রাইক অভিযান।
আর এবার সেই সার্জিক্যাল স্ট্রাইক ফিরে আসছে বইয়ের পাতায়, চলচ্চিত্রের পর্দায়। সেদিনের সেনার সার্জিক্যাল স্ট্রাইকে ছিল রোমাঞ্চ, অ্যাকশন, সাহসিকতা ও দেশপ্রেম। আর এই সব উপাদানগুলিকে যথাসম্ভব যথার্থভাবে ফুটিয়ে তোলা হয়েছে বই ও সিনেমায়। অন্তত দাবি এমনই।
আগামীকাল, দিল্লিতে আত্মপ্রকাশ করছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নিতিন এ গোখলে রচিত বই ‘ইন সিকিওরিং ইন্ডিয়া দ্য মোদী ওয়ে: পঠানকোট, সার্জিক্যাল স্ট্রাইক অ্যান্ড মোর’। এর আগে প্রকাশ পেয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে লেখা শিব অরুর ও রাহুল সিংহের বই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস: ট্রু স্টোরিজ অফ মডার্ন মিলিটারি হিরোজ’।
বইয়ের পাতার পাশাপাশি, উরির সেনা শিবিরে জঙ্গি-হামলা ও তার প্রতিক্রিয়ায় ভারতের সার্জিক্যাল স্ট্রাইক উঠে আসছে সেলুলয়েডের পর্দায়। আগামী বছর প্রায় এই সময় মুক্তি পেতে চলেছে রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ছবি ‘উরি’।
ওসামা বিন লাদেনের বিরুদ্ধে মার্কিন নৌসেনার অভিযান ‘জেরোনিমো’ নিয়ে পরবর্তীকালে একাধিক ছবি নির্মিত হয়েছে। অনেকেই বলছেন, এই ছবি বলিউডের জবাব হতেই পারে।