এক্সপ্লোর
গুজরাতে বিজেপি-র হয়ে প্রচারে গিয়ে ‘আক্রান্ত’ স্বামীনারায়ণ সম্প্রদায়ের পুরোহিত

ছবি সৌজন্যে ট্যুইটার
আমদাবাদ: গুজরাতের বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচার করে ফেরার পথে আক্রান্ত হলেন স্বামীনারায়ণ সম্প্রদায়ের পুরোহিত স্বামী ভক্তিপ্রসাদ। গতকাল রাতে তাঁকে আক্রমণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। ভক্তিপ্রসাদের হাতে আঘাত লেগেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, বিশাভদরে এক নির্বাচনী জনসভার আয়োজন করেছিলেন বিজেপি প্রার্থী কীরিট পটেল। একটি গাড়িতে চড়ে সেই জনসভায় যোগ দিতে যান ভক্তিপ্রসাদ। তাঁর অভিযোগ, ‘জনসভা থেকে ফেরার পথে জুনাগড় জেলার বিশাভদর তেহসিলের কোটদা গ্রামে হঠাৎ একটি গাড়ি আমার পথ আটকায়। সেই গাড়ি থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক নেমে এসে আমাকে গালিগালাজ করে এবং লোহার রড দিয়ে মারে। তারা গাড়িটিও ভাঙচুর করে। পরে লোকজন এসে পড়ায় তারা পালায়। আমি হিন্দুত্ব ও জাতীয়তাবাদের প্রচার করছি বলে হামলাকারীরা ক্ষুব্ধ। আমরা পুরোহিতরা যদি জাতীয়তাবাদের কথা না বলি, তাহলে কি পাকিস্তানের কথা বলব? এটা শুধু আমার উপর নয়, গোটা হিন্দু সনাতন সম্প্রদায়ের উপর হামলা।’ হামলাকারীরা কংগ্রেসের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি ভক্তিপ্রসাদ। তবে তিনি সেই ইঙ্গিত করেই বলেছেন, ‘এখন নির্বাচনের সময় আর বিজেপি ও হিন্দুত্বের বিরুদ্ধে কারা, সেটা সবাই জানে। কিন্তু আমি তাদের বলতে চাই, এই ধরনের হামলা চালিয়ে হিন্দুত্ব ও জাতীয়তাবাদের পক্ষে প্রচার থেকে আমাদের বিরত করা যাবে না।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















