গো-হত্যায় সাজা হোক ফাঁসি, সংসদে বিল পেশ সুব্রহ্মণ্যম স্বামীর
![গো-হত্যায় সাজা হোক ফাঁসি, সংসদে বিল পেশ সুব্রহ্মণ্যম স্বামীর Swamy Brings Private Bill In Rajya Sabha Seeking Death Penalty For Cow Slaughter গো-হত্যায় সাজা হোক ফাঁসি, সংসদে বিল পেশ সুব্রহ্মণ্যম স্বামীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/02/22140842/Subramanian-Swamy_1_0.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গো-হত্যার অপরাধে ফাঁসি সহ কঠোর সাজার আইন বলবৎ করতে শুক্রবার রাজ্যসভায় বিল পেশ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। দ্য কাউ প্রোটেকশন বিল, ২০১৭ শীর্ষক ওই প্রাইভেট বিলে মহাত্মা গাঁধীকেও উল্লেখ করেছেন এই বিজেপি নেতা। তাঁর মতে, জাতির জনকও ‘তেমনটাই’ চেয়েছিলেন।
দেশে গরুর সংখ্যা বৃদ্ধি নিশ্চিত করতে একটি পৃথক সংস্থা তৈরি হওয়া উচিত বলে প্রস্তাব স্বামীর। বিলে বলা হয়েছে, সংবিধানের ৩৭ ও ৪৮ ধারা অনুযায়ী গো-হত্যা নিষিদ্ধ করকে হবে এবং একইসঙ্গে ফাঁসি সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গো-হত্যা নিষিদ্ধ করতে আইন প্রণয়ন করা উচিত। স্বাধীন ভারতে গো-হত্যাকে নিষিদ্ধ করা আবশ্যিক বলেই মনে করেছিলেন মহাত্মা গাঁধী। বিলে স্বামী যে পৃথক সংস্থা গঠনের কথা জানিয়েছেন, তাতে পশুপালন সচিব ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদেরও রাখার প্রস্তাব রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)