এক্সপ্লোর
কুলভূষণের মায়ের জন্য ভিসা চেয়ে মেলেনি জবাব, পাক বিদেশমন্ত্রীর ওপর ক্ষিপ্ত সুষমা

নয়াদিল্লি: ভারতের চর অভিযোগে পাকিস্তানের হাতে বন্দি কুলভূষণ যাদবের মায়ের জন্য ভিসা চেয়ে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে ব্যক্তিগত চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠির প্রাপ্তিস্বীকারটুকুও করেননি আজিজ। একের পর এক টুইটে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লিখেছেন, যে পাক নাগরিকরা চিকিৎসার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন, তাঁদের প্রতি তাঁর সহানুভূতি আছে। কিন্তু পাক বিদেশমন্ত্রীর কাছ থেকে প্রস্তাব না এলে সেই ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়।
I have my sympathies for all Pakistan nationals seeking medical visa for their treatment in India. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
I am sure Mr.Sartaj Aziz also has consideration for the nationals of his country. /2 — Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
All that we require is his recommendation for the grant of medical visa to Pakistan nationals. /3
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
I see no reason why should he hesitate to give his recommendation for nationals of his own country. /4 — Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
তিনি লেখেন, কুলভূষণের মা অবন্তিকা যাদবও ছেলের সঙ্গে সাক্ষাৎ চেয়ে পাকিস্তানে ভিসার আবেদন করেছেন। এ জন্য তিনি নিজে ব্যক্তিগত চিঠি লেখেন আজিজকে। নিজের ক্ষোভ গোপনের কোনও চেষ্টা না করে সুষমা জানিয়েছেন, সেই চিঠির প্রাপ্তিস্বীকারের সৌজন্যটুকুও আজিজ করেননি। We also have a visa application pending for an Indian national Mrs.Avantika Jadhav who wants to meet her son in Pakistan /5
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
against whom they have pronounced a death sentence. /6 — Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
However, Mr.Aziz has not shown the courtesy even to acknowledge my letter. /8
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
But I assure Pakistan nationals seeking medical visa with a recommendation from Mr.Sartaj Aziz, we will issue the visa immediately. /9 — Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















