এক্সপ্লোর
Advertisement
সোমবার রাজীব গাঁধীর মৃত্যুবার্ষিকী, কংগ্রেসের অনুরোধে কুমারস্বামীর শপথ পিছিয়ে বুধবার
বেঙ্গালুরু: কংগ্রেসের অনুরোধে কর্ণাটকে নয়া সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিন পিছিয়ে দিলেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। আজ কর্ণাটক বিধানসভায় আস্থাভোটের আগেই বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করার পর ঠিক হয়, সোমবার শপথগ্রহণ করবেন নয়া মুখ্যমন্ত্রী কুমারস্বামী। কিন্তু সোমবার আবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মৃত্যুবার্ষিকী। সেই দিন শপথগ্রহণ না করার অনুরোধ জানায় কংগ্রেস। সেই অনুরোধ মেনে নিয়েছেন কুমারস্বামী।
জেডিএস-এর সাধারণ সম্পাদক দানিশ আলি জানিয়েছেন, ‘কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই ভালা এইচ ডি কুমারস্বামীকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার দুপুর সাড়ে বারোটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন।’ জেডিএস সূত্রে খবর, বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কুমারস্বামী।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সহ বিভিন্ন দলের নেতা-নেত্রীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
খবর
Advertisement