ভারতের তথ্য-নিরাপত্তা আইন যথেষ্ট শক্তিশালী, তাই ব্যাঙ্কিং নথি বিনিময়ে রাজি, জানাল সুইৎজারল্যান্ড
নয়াদিল্লি ও বার্ন: কিছুদিন আগেই ভারতের সঙ্গে কালো টাকার কারবারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বিনিময় করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল সুইৎজারল্যান্ড। এদিন সেই সিদ্ধান্তের মূলে থাকা কারণে খোলসা করল সুইস প্রশাসন।
এদিন সুইৎজারল্যান্ডের তরফে জানিয়ে দেওয়া হল, তাদের আশ্বস্ত যে তথ্যের গোপনীয়তা বজায় রাখা ও তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতে যথেষ্ট শক্তিশালী আইন রয়েছে। আর এর জন্যই তারা ভারতের সঙ্গে তথ্য বিনিময় করতে রাজি হয়েছে।
সম্প্রতি, সরকারি গেজেট প্রকাশ করে সুই সরকার ভারতের সঙ্গে স্বাভাবিক তথ্য বিনিময় করার কথা ঘোষণা করে। এক্ষেত্রে, লিচেনস্টাইন ও বাহামাস সরকারের নেওয়া একই পদক্ষেপের প্রসঙ্গও উল্লেখ করে সুইৎজারল্যান্ড।
ভারতের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে সুইৎজারল্যান্ডের এই সিদ্ধান্ত কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের বিরাট জয় হিসেবেই বিবেচিত হবে। একটা সময় ছিল, যখন সুইস ব্যাঙ্কই ছিল কালো টাকার কারবারিদের পছন্দের ঠিকানা।
কিন্তু, এখন একবার সুইস সরকার তথ্য আদানপ্রদাস শুরু করলে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হবে।