এক্সপ্লোর
সীমান্তে শান্তি বজায় রাখার ব্যবস্থা করুন, ফোনে পাক কর্তাকে বার্তা সেনার ডিজিএমও-র

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য ব্যবস্থা নিক পাকিস্তান। আজ পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে (ডিজিএমও) এই বার্তাই দিলেন ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল এ কে ভাট। তাঁদের মধ্যে আজ টেলিফোনে কথা হয়। বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে ভাট বলেন, পাকিস্তানের সেনাবাহিনী বিনা প্ররোচনায় ভারী গোলাবর্ষণ করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পাক সেনাবাহিনীর শান্তি বজায় রাখার ইচ্ছা এবং বাহিনীর কার্যকলাপের মধ্যে সংযোগ নেই। পাক ডিজিএমও মেজর জেনারেল সাহির শামশাদ মির্জা পাল্টা পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিনা প্ররোচনায় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করেছেন। তবে তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতের ডিজিএমও বলেছেন, ভারতীয় সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখে। কোনওদিন সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় না ভারতীয় সেনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















