এক্সপ্লোর
Advertisement
আরুষি হত্যা মামলায় ইলাহাবাদ হাইকোর্টের রায়ে বাবা-মা বেকসুর খালাস
ইলাহাবাদ: আরুষি হত্যা মামলায় আদালতের রায়ে স্বস্তি তলোয়ার দম্পতির। এই মামলায় আরুষির বাবা-মাকে বেকসুর খালাস দিল ইলাহাবাদ হাইকোর্ট। এর ফলে মুক্তি পেলেন রাজেশ ও নূপুর তলোয়ার। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, আরুষিকে তার বাবা-মা হত্যা করেনি।
এর আগে এই মামলায় নিম্ন আদালত তলোয়ার দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।সেই রায়ের বিরোধিতা করে আবেদন জানায় তলোয়ার দম্পতি।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, তলোয়ার দম্পতির বিরুদ্ধে কোনও সাক্ষ্যপ্রমাণ মেলেনি।পারিপার্শ্বিক তথ্যপ্রমাণে ভর করে চার্জশিট দেয় সিবিআই।এমন কোনও তথ্য দিতে পারেনি সিবিআই যাতে প্রমাণ হয় আরুষি হত্যাকাণ্ডে তলোয়ার দম্পতি দোষী।
২০০৮-এর ১৫ মে গভীর রাতে নয়ডায় নিজের শোয়ার ঘরে খুন হয়ে যায় ১৪ বছরের কিশোরী আরুষি। প্রথমে সন্দেহের তির ছিল পরিচারক হেমরাজের দিকে। কিন্তু পরদিন ভোর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু দুদিন পর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় হেমরাজের রক্তাক্ত দেহ। এই হত্যাকাণ্ড ঘিরে সারা দেশ জুড়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অভিযোগ ওঠে, নিজের মেয়ে আরুষিকে খুন করেছেন রাজেশ ও নূপুর। খুনের সাতদিন পর গ্রেফতার হন তলোয়ার দম্পতি। নয়ডা পুলিশ দাবি করে, আরুষি ও হেমরাজকে আপত্তিজনক অবস্থায় দেখে তাদের খুন করেন তলোয়ার দম্পতি। কিন্তু এই দাবির সমর্থনে পুলিশ কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেনি।
পরে ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। মামলা চলে সিবিআই আদালতে। ২০১৩ সালে আরুষি হত্যা মামলায় তলোয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত। হাইকোর্টে সেই রায় উল্টে গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement