টাটা টেলি সার্ভিসেস-এর চেয়ারম্যান পদ থেকে অপসৃত সাইরাস মিস্ত্রি
![টাটা টেলি সার্ভিসেস-এর চেয়ারম্যান পদ থেকে অপসৃত সাইরাস মিস্ত্রি Tata Tele Unanimously Removes Mistry As Chairman Director Cyrus Vows To Continue Fight টাটা টেলি সার্ভিসেস-এর চেয়ারম্যান পদ থেকে অপসৃত সাইরাস মিস্ত্রি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/25160802/CYRUS-2-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: টাটা গোষ্ঠীর আরও একটি সংস্থার শীর্ষপদ খোয়ালেন সাইরাস মিস্ত্রি। এবার টাটা টেলি সার্ভিসেস-এর ডিরেক্টর ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল মিস্ত্রিকে। এদিন সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, টাটা টেলিসার্ভিস হল টাটা গোষ্ঠীর তিন নম্বর সংস্থা, যারা মিস্ত্রিকে অপসৃত করল। এর আগে, মঙ্গলবারই টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)-এর ডিরেক্টর পদ থেকে মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। তার আগে টাটা ইন্ডাস্ট্রিজের শীর্ষপদ খোয়ান তিনি।
সংস্থার তরফে জানানো হয়েছে, এদিন টাটা টেলিসার্ভিসেস-এর ইজিএমে ইক্যুইটি শেয়ার হোল্ডাররা মিলিত হয়ে সর্বসম্মতভাবে সাইরাস মিস্ত্রিকে কোম্পানির চেয়ারম্যান ও ডিরেক্টরের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। সংস্থা জানিয়েছে, মিস্ত্রিকে ডিরেক্টর পদ থেকে অপসরণ করা হয়। ফলত, স্বাভাবিকভাবই তিনি চেয়ারম্যান থেকে অপসৃত হন।
এদিকে, টাটা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা পাল্টা ঘোষণা করলেন সাইরাস মিস্ত্রি। তাঁর অভিযোগ, যেভাবে গতকাল তাঁকে টিসিএস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা অনৈতিক। সাইরাস দাবি করেন, সংস্থার নন-প্রোমোটার শেয়ারহোল্ডারদের ৭০ শতাংশ অপসরণের বিরুদ্ধে ছিলেন। তা সত্ত্বেও তাঁকে সরানো হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)