এক্সপ্লোর
Advertisement
বাজেটে 'উপেক্ষা' অন্ধ্রপ্রদেশকে, ক্ষুব্ধ টিডিপি, পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রবিবার সব দলীয় এমপি-কে বৈঠকে ডাকলেন চন্দ্রবাবু
অমরাবতী: অন্ধ্রপ্রদেশ এবারের কেন্দ্রীয় বাজেটে কিছুই পায়নি বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক তারা। দলের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, টিডিপি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সঙ্গে নিয়ে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সংসদে পেশ করা সাধারণ বাজেট খতিয়ে দেখেন, দলের সাংসদদের সঙ্গে টেলি কনফারেন্সও করেন। সব নেতাই এই বলে 'গভীর অসন্তোষ' প্রকাশ করেন যে, বাজেটে রাজ্যকে 'কিছুই দেওয়া হয়নি।'
এই প্রেক্ষাপটে দলের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে ৪ ফেব্রুয়ারি দলীয় এমপি-দের জরুরি বৈঠক ডেকেছে টিডিপি। ওই নেতা জানান, দল এখনই জোট ছাড়তে তৈরি নয়, তবে তারা যে খুবই ক্ষুব্ধ, এটা কেন্দ্রকে তাঁরা বুঝিয়ে দিতে চান।
নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ওয়াই এস চৌধুরির বাসভবনে বৈঠকে বসেও টিডিপি সাংসদরা বাজেটে তাঁদের রাজ্যের প্রতি 'উপেক্ষা'র প্রতিবাদে তীব্র ক্ষোভ জানান। ফোন তাঁদের সঙ্গে কথা বলেন নাইডু। কয়েকজন সাংসদ তাঁকে প্রস্তাব দেন, প্রতিবাদে পদত্যাগ করতে চান তাঁরা। তবে নাইডু তাঁদের নাকি নিরস্ত করে বোঝান, রবিবার দলীয় বৈঠকেই সব নিয়ে আলোচনা হবে।
নাইডুর সঙ্গে থাকা কয়েকজন মন্ত্রী বলেন, কেন্দ্র গত ৪ বছরে দেওয়া কোনও প্রতিশ্রুতিই পূরণ না করে চরম অসম্মান করেছে রাজ্যকে, অন্যায় করেছে তার প্রতি। কৃষিমন্ত্রী সোমিরেড্ডি রেড্ডি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে, জেটলি বাজেট পেশ করার সময় অন্ধ্রপ্রদেশের কথা পুরো ভুলেই গিয়েছিলেন, যদিও আমরা কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য অর্থের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট আগেই পাঠিয়েছিলাম। অন্ধ্রের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত ছিল। তাই কেন্দ্র মুখ ঘুরিয়ে নেওয়ায় আমরা গভীর ভাবে ব্যথিত। আমরা কেন্দ্রকে আমাদের ক্ষোভ বুঝিয়ে দেব। কেন্দ্র ইতিবাচক সাড়া দিলে কোনও আপত্তি করব না, তবে গত চার বছর ধরে যেমন করছে, তেমনই আচরণ চালিয়ে গেলে সেটা উচিত হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement