এক্সপ্লোর
Advertisement
শিক্ষিকা মারলেন চড়, ডাস্টার ছোঁড়ার মিথ্যা অভিযোগ ছাত্রের বাবার
হায়দরাবাদ: ক্লাসে নিয়মিত না আসায় ছাত্রকে চড় মেরেছিলেন শিক্ষিকা। কিশোরের বাবা অভিযোগ করে বসেন ডাস্টার ছুড়ে ছেলের মাথা ফাটিয়ে দিয়েছেন শিক্ষিকা। প্রসঙ্গত, আজ সকাল থেকে বিভিন্ন ওয়েবসাইটে হায়দরাবাদের এক স্কুলের শিক্ষিকার ছাত্রকে ডাস্টার ছুড়ে মারার খবর শিরোনামে আসে। খবরে বলা হয়, শিক্ষিকার মারে আহত ছাত্রের মস্তিষ্কে অস্ত্রোপচারও করতে হয়েছে। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে অন্য তথ্য।
শিক্ষিকা ছাত্রকে শুধুমাত্র চড় মেরেছিলেন এবং তাও ওই কিশোর ছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে। আক্রান্ত ওই কিশোর নিয়মিত স্কুলে আসত না। মায়ের কাছ থেকে এই অভিযোগ পেয়ে ছাত্রকে শাসন করার জন্যে চড় মারেন শিক্ষিকা। অথচ তার বাবা করে বসেন মিথ্যা অভিযোগ।
প্রসঙ্গত, দশম শ্রেণীর ওই ছাত্র হায়দরাবাদের জগদগিরিগুট্টা এলাকার এক স্কুলে পড়ে। পরে জগদগিরিগুট্টা থানার পুলিশ কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে, উঠে আসে অন্য তথ্য।
সূত্রের দাবি, কিশোরের মাথায় আগে থেকেই রক্ত জমাট বেঁধে ছিল, এবং সেকারণে কিশোরের চিকিত্সাও চলছিল। শিক্ষিকা মোটেই তাকে ডাস্টার ছুড়ে মারেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement