কাল ভারতে শেখ হাসিনা, তিস্তা চুক্তি না হওয়ার সম্ভাবনা
নয়াদিল্লি: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরে তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন্দ্রীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
আগামীকালই চারদিনের ভারত সফরে আসছেন শেখ হাসিনা। এই সফরে অন্ততপক্ষে ২৫টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। তবে, সূত্রের খবর, বহু-প্রতিক্ষিত ও বিলম্বিত তিস্তা জলবণ্টন চুক্তি এবারও দিনের আলো দেখতে পাবে না বলে ঢাকাকে একপ্রকার জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।
তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের সঙ্গে কথা না বলে এখনই তিস্তা চুক্তি সারতে রাজি নয় মোদী সরকার। এমনকী, হাসিনার সফরে তিস্তা চুক্তি নিয়ে কোনও কথা হবে না বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময়ই তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে পিছিয়ে আসে ইউপিএ সরকার। পালাবদলের পর কেন্দ্রে শাসক দল বদলালেও, মনোভাবের কোনও পরিবর্তন যে হয়নি, তা পরিষ্কার।
তবে, তিস্তা চুক্তি না হলেও, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক চুক্তি হতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে। জানা গিয়েছে, বাংলাদেশকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক হার্ডওয়্যার দেওয়ার কথা ঘোষণা করতে পারে ভারত। পাশাপাশি, বাণিজ্য, বিনিয়োগ, পরিবহণ ও বিদ্যুৎ-- ক্ষেত্রেও একাধিক চুক্তি হতে পারে বলে খবর।