এক্সপ্লোর
Advertisement
পড়ুয়াদের শিরদাঁড়া, হাঁটুর ক্ষতি এড়াতে স্কুলব্যাগের ওজনের ঊর্ধ্বসীমা বেঁধে দিল তেলঙ্গানা সরকার
হায়দরাবাদ: কচিকাচাদের স্কুলব্যাগের বোঝা হাল্কা করতে সচেষ্ট তেলঙ্গানা সরকার। প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলব্যাগের ওজনের ঊর্ধ্বসীমা সীমা বেঁধে দিল তারা। যেমন, স্কুল কর্তৃপক্ষকে দেখতে হবে, প্রাইমারি স্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাচ্চাদের পাঠ্যবই, নোটবুক সহ স্কুলব্যাগের ওজন যেন দেড় কেজির বেশি না হয়। ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলব্যাগের ওজন ২ থেকে ৩ কেজির মধ্যে থাকবে।
আবার ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ৪ কেজির বেশি হওয়া চলবে না স্কুলব্যাগের ওজন। অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলব্যাগেপ ওজন থাকতে হবে সাড়ে চার কেজির মধ্যে। ক্লাস টেনের পড়ুয়াদের স্কুলব্যাগের সর্বোচ্চ ওজন ৫ কেজির বেশি হবে না।
সংশ্লিষ্ট সরকারি দপ্তরের বক্তব্য, কয়েকটি জেলায় সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রাথমিক স্তরের ছেলেমেয়েরা এখন ৬ থেকে ১২ কেজি ওজনের স্কুলব্যাগ বহন করে আসা-যাওয়া করে। হাইস্কুল পর্যায়ে একেকজনের স্কুলব্যাগের ওজন বেড়ে দাঁড়িয়েছে ১৭ কেজি পর্যন্ত!
সরকারি নির্দেশে বলা হয়, এত বেশি ওজনের স্কুলব্যাগ বহন করতে হয় বলে বাড়তে থাকা শিশুদের শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে, ওদের শিরদাঁড়া, হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এমনকী এ থেকে ওদের মনে উদ্বেগ, উত্কণ্ঠাও চেপে বসে।
আরও একটি বিষয় হল, যেসব স্কুল চলে বহুতলে, সেখানকার পডু়য়াদের ভারী ব্যাগ কাঁধে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় বলে ক্ষতি বেশি হয়।
স্কুলব্যাগের ওজনের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ক্লাস ওয়ান থেকে ফাইভের পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না বলেও সরকারি নির্দেশে বলা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement