এক্সপ্লোর
Advertisement
সাহারানপুরে গুলিতে জখম ভীম আর্মির জেলা সভাপতির ভাইয়ের মৃত্যু ঘিরে উত্তেজনা
নয়াদিল্লি: গুলিতে জখম ভীম আর্মির জেলা সভাপতির ভাই শচিন ওয়ালিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা উত্তরপ্রদেশের সাহারানপুরে। ওয়ালিয়াকে লক্ষ্য করে বুধবার আততায়ীরা গুলি চালিয়েছিল বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তাঁর। মৃতের ভাই কমল ওয়ালিয়া সাহারানপুর জেলার দলিত সংগঠন ভীম আর্মির সভাপতি।
সিনিয়র পুলিশ সুপার বাবলু কুমার বলেছেন, কীভাবে ওয়ালিয়া গুলিবিদ্ধ হলেন, তা এখনও স্পষ্ট নয়। যদিও পরিবারের অভিযোগ, ওয়ালিয়াকে হত্যা করা হয়েছে।
নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও পুলিশের বক্তব্য, ওয়ালিয়াকে খুন করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। এটি একটি দুর্ঘটনাও হতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়ালিয়ার দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়াও ভীম আর্মির সাহারানপুর জেলা সভাপতির ভাইয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছর এই জেলাতে দলিতদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছিল। মহারানা প্রতাপ জয়ন্তীতেও হিংসার ঘটনা ঘটেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement