সন্ত্রাসকে ‘সরকারি নীতি’ করেছে একটি প্রতিবেশী রাষ্ট্র, নাম না করে পাকিস্তানকে আক্রমণ বেঙ্কাইয়ার
![সন্ত্রাসকে ‘সরকারি নীতি’ করেছে একটি প্রতিবেশী রাষ্ট্র, নাম না করে পাকিস্তানকে আক্রমণ বেঙ্কাইয়ার Terror a state policy for Pakistan: Venkaiah Naidu সন্ত্রাসকে ‘সরকারি নীতি’ করেছে একটি প্রতিবেশী রাষ্ট্র, নাম না করে পাকিস্তানকে আক্রমণ বেঙ্কাইয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/24141211/venkaiahnaidu-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের এক প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসবাদকে ‘সরকারি নীতি’ করে ফেলেছে। নাম না করে এভাবেই পাকিস্তানকে বিঁধলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি জানান, সন্ত্রাসবাদ ও ধর্মকে মিশিয়ে তারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।
শুক্রবার, সীমান্তরক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে উপ-রাষ্ট্রপতি জানান, ভারত সন্ত্রাসবাদকে কখনই ধর্মের চোখ দিয়ে দেখে না। কারণ, সন্ত্রাসবাদীরা মানবতার শত্রু।
তাঁর মতে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারত সরকারের ক্রমাগত উদ্যোগ সত্ত্বেও কিছু মানুষ অনুপ্রবেশ সহ সমস্যা তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, এটা সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়। আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসবাদকে সরকারি নীতি করে ফেলেছে। তারা সর্বদা জঙ্গিদের প্রশিক্ষণ, সহায়তা, উস্কানি ও অর্থ জোগান দিয়ে এদেশে পাঠাচ্ছে।
নাইডু জানান, এদেশে নিরন্তরভাবে অসাধু কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ভারতের ওই ‘শত্রু-রাষ্ট্র’। তিনি জানিয়ে দেন, এদেশে নাশকতামূলক হামলা চালাতে তাদের এই মনোবাঞ্ছা কখনই সফল হতে দেবে না বাহিনী।
উপ-রাষ্ট্রপতি জানান, ভারত কখনই প্রতিবেশী রাষ্ট্রের ওপর কুনজর দেয়নি। সর্বদা শান্তি চেয়েছে। কারণ, আমাদের নীতি হল গোটা বিশ্ব একটি পরিবার। সকলকে সেখানে মিলেমিশে থাকতে হবে। তিনি বলেন, ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদের রাস্তাতেই চলছে। তারা ধর্ম ও সন্ত্রাসবাদকে এক করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)