এক্সপ্লোর
Advertisement
বিলাসবহুল জীবনযাপন, গার্লফ্রেন্ডকে উপহারই আড়াই কোটি টাকার অডি, গ্রেফতার কল সেন্টার প্রতারক
মুম্বই: তার ঠাটবাট, চালচলন দেখলে বোঝা যেত না যে প্রতারনাই তার প্রধান কারবার। মুম্বইয়ের পার্টি সার্কেলে পরিচিত মুখ ২৪ বছরের এই যুবক। তার নাম সাগর ঠক্কর, ডাক নাম স্যাগি। দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করত সে। সঙ্গে একঝাঁক বাউন্সার ও নিরাপত্তারক্ষী। গত বছরের মে মাসে সে কিনেছিলেন অডি আর ৮ গাড়ি। দাম আড়াই কোটি টাকা। সেই গাড়ি সে উপহার দিয়েছিল গার্লফ্রেন্ডকে। গাড়িটি আমদাবাদ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।থানে পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।
গত বছর ৪ অক্টোবর মীরা রোডে কল সেন্টারগুলি পুলিশি অভিযানে সাগরের লোক ঠকানোর কারবারের কথা প্রকাশ্যে আসে। কল সেন্টার দুর্নীতির মুল চক্রী সাগরের লক্ষ্য ছিল সাধারণত মার্কিন মুলুকে বসবাসকারী দক্ষিণ এশিয়ার লোকজন। মার্কিন আয়কর বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে শিকারদের ফোন করে গ্রেফতার ও দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়ে অর্থ আদায় করাই ছিল সাগরদের কারবার।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সাগর এভাবে প্রায় তিনশ কোটি ডলার তোলা তুলেছে। ২০১৩ থেকে চলে আসছিল এই প্রতারণা।
মীরা রোডে তল্লাশির পরই সাগরের নাম প্রকাশ্যে আসে। দেশ ছেড়ে পালিয়ে যায় সে। তার দুদিন পর সাগরের বিরুদ্ধে জারি হয় লুক আউট নোটিশ। গত শুক্রবার দেশে ফিরে আসার পর মুম্বই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে পুলিশ সাগরের শাগরেদ জগদীশ কানানিকে গ্রেফতার করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement