এক্সপ্লোর
Advertisement
গাঁধী পরিবারকে কটাক্ষ ঋষির, বিতর্ক
মুম্বই: কংগ্রেস আমলে দেশের প্রধান সম্পদগুলির নাম নেহরু-গাঁধী পরিবারের নামে করা হয়েছিল, এই নিয়ে বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন বলিউড অভিনেতা ঋষি কপূর। এই বিতর্কে যাঁরা কপূরের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
টুইটারে তিনি লেখেন, নিঃশর্ত সমর্থনের জন্য ধন্যবাদ।
৬৩ বছরের অভিনেতা টুইট করেছেন, দেশের কল্যাণের জন্য যাঁদের অবদান অনস্বীকার্য, উল্লেখযোগ্য জায়গার নাম বা দেশের প্রধান সম্পদগুলির নাম তাঁদের নামেই হওয়া উচিত। সবকিছু কেন গাঁধীর নামেই হবে? আমি এরসঙ্গে একেবারেই একমত নই। গাঁধী বা নেহরু পরিবারের নাম পরিবর্তন করে বান্দ্রা/ওরলি সি লিঙ্কের নাম বদলে তিনি লতা মঙ্গেশকর বা জেআরডি টাটা লিঙ্কের নামে করার পরামর্শ দেন। কটাক্ষ করে তিনি বলেন, এগুলো কারও বাপের সম্পত্তি নয়।
তাঁর প্রশ্ন, ফিল্ম সিটির নামও কেন দিলীপ কুমার, দেব আনন্দ, অশোক কুমার বা অমিতাভ বচ্চনের নামে হবে না! বিমানবন্দরের নাম কেন হবে ইন্দিরা গাঁধীর নামে? ভগত সিংহ বা অম্বেদকরের নামে কেন হবে না!
তিনি আরও বলেন, তাঁর বাবা অভিনেতা রাজ কপূরেরও দেশের জন্য বহু অবদান রয়েছে। তা কোনও রাজনীতিবিদদের থেকে কম নয়।
কপূরের এই মতকে সমর্থন জানিয়েছেন অভিনেতা অনুপম খের। তিনি বলেন, এটা প্রকৃতই ভাববার বিষয়। কেন সমস্ত গুরুত্বপূর্ণ স্থান বা সম্পদের নাম বিশেষ একটি পরিবারের নামে হবে।
কপূরের এহেন মন্তব্যের জেরে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়িতে হামলা চালায় কংগ্রেস কর্মীরা। ইট-পাঁথর ছোঁড়ে বলে অভিযোগ। কপূরকে এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি-নেতৃত্ব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
পুজো পরব
জেলার
Advertisement