(Source: ECI/ABP News/ABP Majha)
সোনার চামচ মুখে নিয়ে যাঁদের জন্ম, তাঁরা গরিবের ঘামের মর্ম বুঝবে না, রাহুলের টুইটের জবাবে মোদী
আমদাবাদ: তাঁকে আক্রমণ করে রাহুল গাঁধীর করা টুইটের জবাব দিলেন নরেন্দ্র মোদী।
গুজরাত নির্বাচন নিয়ে সোমবার, টুইটারে কংগ্রেস সহ-সভাপতি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। লেখেন, মুখে ভাঁজ, কপালে ঘাম। সাহেব মনে হচ্ছে ভয় পেয়েছেন। জানি না কেন, শাহজাদা (অমিত শাহের পুত্র) ও রাফালে নিয়ে প্রশ্ন করলেই ওনার ঠোঁট আটকে যাচ্ছে।
https://twitter.com/OfficeOfRG/status/935182090118631424প্রসঙ্গত, সমর্থক ও অধস্তনরা মোদীকে সাধারণত ‘সাহেব’ বলে ডেকে থাকেন। এদিন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময়ে রাহুলের টুইটের জবাব দিতে গিয়ে মোদী বলেন, আপনি কোনওদিনই গরিব মানুষের ঘামের মূল্য বুঝবেন না। কারণ, আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আর যেহেতু গরিব মানুষকে কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তা আপনি জানেন না, তাই তাঁদের ঘামকে অপমান করছেন।
এখানেই থেমে না থেকে মোদী আরও বলেন, সকলেই জানেন আপনার মনে গুজরাত সম্পর্কে একটা রাগ আছে। মানুষ জানে কীভাবে আপনারা সর্দার পটেল ও মোরারজি দেসাইয়ের সঙ্গে ব্যবহার করেছেন। এখন মোদী আপনাদের টার্গেট। আর এই ঘৃণার জন্যই এক গুজরাতির কপালের ঘামে আপনার অস্বস্তি হচ্ছে। আপনারা গরিবি বা তার সঙ্গে জড়িত কষ্ট দেখেননি, তা সত্ত্বেও এখন আমাদের শেখাতে আসছেন।
মোদী আরও বলেন, একদিকে, গুজরাতিরা রয়েছেন, যাঁরা মহাত্মা গাঁধীর মতো একজন তপস্বীর দেখানো পথে চলেন। অন্যদিকে রয়েছেন আরেক গাঁধী, যিনি রাজকীয় পরিবার থেকে এসেছেন।