সুদীপ-তাপসের গ্রেফতারির প্রতিবাদে ভুবনেশ্বরে সিবিআই দফতরের বাইরে তৃণমূলের বিক্ষোভ
ভুবনেশ্বর: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে ভুবনেশ্বরে সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারির পর গতকালই এখানে নিয়ে আসা হয়েছে সুদীপকে।এই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের অপর এক সাংসদ তাপস পালও। তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এদিন রামনগরের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে দলের কর্মীরা ভুবনেশ্বরে সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূলের ওড়িশা ইউনিটের বহু সদস্য এবং রাজ্য সভাপতি আর্য কুমার জ্ঞানেন্দ্রও বিক্ষোভে সামিল হন। জ্ঞানেন্দ্র বলেছেন, রাজনৈতিক কারণে তৃণমূল নেতাদের গ্রেফতার করছে সিবিআই। এর প্রতিবাদে আগামী ১০ জানুয়ারি ভুবনেশ্বরে একটি বিশাল মিছিলের পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওই মিছিলে যোগ দিতে তৃণমূলের বেশ কয়েকজন প্রথমসারির নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তৃণমূলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সিবিআইয়ের পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে সুদীপ ও তাপসের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে আসেন।
পাশাপাশি, বিক্ষোভ আছড়ে পড়ে কলকাতায় সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরের গেটেও।