এক্সপ্লোর
Advertisement
ছোট শহরে উড়ান পরিষেবা দিতে, দাম বৃদ্ধি বিমানের টিকিটের
নয়াদিল্লি: দেশের ছোট ছোট শহরগুলোয় বিমান পরিষেবা দিতে তৎপর কেন্দ্রীয় সরকার এবার চলতি বিমানের রুটগুলোয় টিকিটের দাম নির্ধারণ করে দিল। সরকারের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে বিমানের ভাড়া তিনটি ভাগে ভাগ করা হল। প্রথম ভাগে হাজার কিলোমিটারের জন্যে সাড়ে সাত হাজার টাকা বিমান ভাড়া দিতে হবে। ১৫০০ কিমি যাত্রা করতে ৮ হাজার টাকা বিমান ভাড়া দিতে হবে। তারচেয়ে বেশি দূরত্ব যেতে হলে সাড়ে আট হাজার টাকা ভাড়া দিতে হবে। সরকারের আশা, নয়া এই ভাড়ার থেকে বছরে চারশো কোটি অধিক আয় হবে সরকারের।
তবে কেন্দ্র যখন রিজিওনাল কানেক্টিভিটি স্কিম ঘোষণা করে, তখন বলা হয়, যে বিমানে গন্তব্য যেতে আধ ঘন্টা লাগবে, তাতে মাত্র আড়াই হাজার টাকা বেশি দিতে হবে যাত্রীদের। তখন বলা হয়েছিল ছোট শহরগুলোকে বিমান যোগাযোগের আওতায় আনতে সামান্য খরচ বৃদ্ধি হবে। উড়ান প্রকল্প, যার ট্যাগ লাইন ছিল উড়ে দেশ কি আম নাগরিক, শুরু হবে এই জানুয়ারি থেকে।
এছাড়াও সরকারের নজরে রয়েছে দেশের সেইসমস্ত বিমানবন্দর যেগুলো সঠিক পরিকাঠামো থাকা সত্ত্বেও ব্যবহার না হয়ে পড়ে রয়েছে। সেই সমস্ত অব্যবহৃত বিমানবন্দরগুলো আগামী চার বছরের মধ্যে খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এরজন্যে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement