শহিদ হওয়ার থেকে ভাল শত্রুকেই গুলি করে মারো: জওয়ানদের পর্রীকর
পানাজি: কাশ্মীরে বাহিনীর দিকে কোনও বন্দুক উঠলে সেই হাতকে কঠোর হাতে দমন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার। এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।
রবিবার গোয়ার ভাস্কোয় বিজেপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যেদিন আমি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব নিয়েছিলাম, প্রথম যে কথা আমি সেনা জওয়ানদের বলেছিলাম তা হল, যদি আপনারা কারও হাতে মেশিন গান বা পিস্তল দেখেন, তাহলে মনে করবেন না তারা এসে আপনার সঙ্গে করমর্দন করতে ইচ্ছুক। শহিদ হওয়ার আগে আপনি ওকেই খতম করুন।
তিনি যোগ করেন, কাশ্মীরে আমাদের সেনা জঙ্গিদের মোকাবিলা করছে। (সেনাকে) আগের সরকারের নির্দেশ ছিল, উল্টোদিক থেকে যতক্ষণ না গুলি করা হচ্ছে, ততক্ষণ গুলি করা যাবে না। কিন্তু, এই সরকারের আমলে সেনার মনোবল তুঙ্গে উঠেছে।
পাশাপাশি, কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর ক্রমাগত সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গের প্রসঙ্গে পর্রীকর জানান, শত্রুকে জবাব দেওয়ার বিষয়ে বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন আমাদের জওয়ানদের প্রতিরক্ষামন্ত্রকের থেকে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। কেউ আমাদের দিকে গুলি চালালে, জওয়ানরা তার প্রত্যুত্তর দেবেন।
পর্রীকর জানান, সাম্প্রতিককালে পাকিস্তান সেনা এবং জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে যে জওয়ানরা শহিদ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান পর্রীকর। বলেন, এটা খারাপ লাগছে যে, আমাদের বেশ কয়েকজন জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের পরিবারের জন্য খারাপ লাগছে।