এক্সপ্লোর
Advertisement
পুরনো ধ্যানধারণা ভুলে মেকওভারের পথে হাঁটছে পর্যটন মন্ত্রক
নয়াদিল্লি: গতানুগতিক, আদ্যিকালের চেহারা পালটে মেকওভার করতে চাইছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। উপকূল উৎসব ও অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করতে চায় তারা, শুরু করতে চায় সূর্যাস্তের পর কনসার্ট এবং পর্যটকদের পক্ষে সহজলভ্য সেকেন্ডহ্যান্ড, সস্তা জিনিসপত্রের বিপণী।
পর্যটন মন্ত্রকের সচিব রশ্মি ভার্মা জানিয়েছেন, আরও বেশি পর্যটক টানতে এবার নতুন করে শুরু করতে চান তাঁরা। তাই ৫ তারিখ থেকে গোটা দেশে পর্যটন যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে পর্যটনস্থলগুলিতে নানা ধরনের উৎসব হবে, যাতে বিদেশিরা বোঝেন, ভারত মানে এক অন্যরকম অভিজ্ঞতা।
আগে পর্যটন মন্ত্রকের সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রকের খিটিমিটি লেগেই থাকত। অশান্তি বাধত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গেও। সে সব কাটিয়ে উঠে বোঝাপড়ার মাধ্যমে এগোতে চায় তারা।
পর্যটন মন্ত্রক ঠিক করেছে, গুজরাতে উপকূল উৎসব করবে তারা, অ্যাডভেঞ্চার উৎসব করবে রাজস্থানে, সস্তা ও অ্যান্টিক জিনিসপত্রের বাজার বসবে মণিপুরে, উত্তরাখণ্ডে হবে মোটরবাইক র্যালি। উত্তরপ্রদেশে হবে নাচের প্রতিযোগিতা। এছাড়াও হবে পথ নাটিকা, কনসার্ট, ফুড ফেস্টিভ্যাল ও অন্য নানা ধরনের অনুষ্ঠান।
পর্যটন মন্ত্রক জানিয়েছে, পর্যটনকে বেশিরভাগ সময় মনে করা হয় বড়লোকদের ব্যাপার। এই মানসিকতা ভেঙে তা যে সাধারণের, সেই ধারণা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। যেই ঘুরতে যান তিনিই পর্যটক। তা তিনি মন্দিরেই আসুন বা রেস্তোঁরাতেই যান। বিশেষ করে তাদের নজর তরুণ প্রজন্মের দিকে। তারা যেন গোটা দেশ ঘুরে বেড়ায় সে ব্যাপারে উৎসাহ দিতে চায় পর্যটন মন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement