৩ ঘণ্টার বেশি থাকা যাবে না, তাজমহলে দৈনিক টিকিট বিক্রি ৪০ হাজারে বেঁধে রাখার প্রস্তাব
নয়াদিল্লি: তাজমহল দর্শন করতে আসা পর্যটকদের সময় বেঁধে দেওয়ার ভাবনাচিন্তা চালাচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, এবার থেকে তিন-ঘণ্টার বেশি তাজমহল চত্বরে থাকতে পারবেন না কোনও পর্যটক। এই নিয়ম কার্যকর করতে পর্যটকদের টিকিটে সময়সীমা বেঁধে দেওয়ার ভাবনাচিন্তা করছে এএসআই।
শুধু তাই নয়। গড়ে প্রতিদিন পর্যটক সংখ্যার ঊর্ধ্বসীমাও বেঁধে দেওয়ার কথা ভাবছে এএসআই। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার থেকে অনলাইন ও অফলাইন—এই দুই মিলিয়ে দৈনিক টিকিট বিক্রির সংখ্যা ৪০ হাজার ছুঁলে, তা বন্ধ করে দেওয়া হবে।
এদিন প্রত্নতত্ত্ব বিভাগ ও আগরা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব রবীন্দ্র সিংহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর উচ্চপদস্থ কর্তারাও। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, গড়ে প্রতিবছর তাজমহলে পর্যটক সংখ্যা ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভরা মরশুমে দৈনিক পর্যটক সংখ্যা ৬০ থেকে ৭০ হাজার পৌঁছে যায়।
এর পাশাপাশি, ১৫ বছরের শিশুদের জন্য বিশেষ ‘শূন্য টাকার’ টিকিট ইস্যু করার ভাবনাচিন্তা চালাচ্ছে এএসআই। এর ফলে, কত খুদে পর্যটক তাজমহল দর্শন করতে এল, তার একটা হিসেব থাকবে।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় সপ্তদশ শতকের এই মোঘল স্থাপত্য।