এক্সপ্লোর
Advertisement
পণ চেয়ে নিগ্রহ, অপমান, তিন তালাক দিয়েছে স্বামী? বিল পাশ হওয়ার পর এফআইআর স্ত্রীর
পুলিশকর্তাটি জানান, তাঁরা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ (বিবাহিত মহিলার প্রতি নিষ্ঠুর আচরণের শাস্তি) ও পণপ্রথা বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
হাজারিবাগ (ঝাড়খন্ড): বেপরোয়া মেজাজে তিনবার তালাক বলে গত জুলাইয়ে তাঁকে স্বামী ডিভোর্স দিয়েছেন, এই অভিযোগে সংসদে তিন তালাক বিল পাশ হওয়ার পরই এফআইআর দায়ের করলেন স্থানীয় এক মহিলা। তিন তালাক রোধে আইন চালু হয়ে গিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করার পর। বিষ্ণুগড় থানার ইনস্পেক্টর-কাম-ওসি গণেশ কুমার সিংহ বলেন, তিন সন্তানের মা, সুবেদা খাতুন নামে ওই মহিলা নওয়াদার বাসিন্দা, স্বামী দিলদরাজ আনসারির বিরুদ্ধে এফআইআর করেন।
বিয়ের চার বছর বাদে স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, নিয়মিত তাঁকে পণ চেয়ে শারীরিক নিগ্রহ, অপমান করেন বলে অভিযোগ সুবেদার। ৩০ জুলাই রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হওয়ার পরই তিনি এফআইআর দায়ের করার সাহস পেয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
পুলিশকর্তাটি জানান, তাঁরা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ (বিবাহিত মহিলার প্রতি নিষ্ঠুর আচরণের শাস্তি) ও পণপ্রথা বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
বিষ্ণুগড়ের বাসিন্দারা সুবেদার সাহসিকতার প্রশংসা করে তাঁর দৃ্ষ্টান্ত অনুসরণ করার ডাক দিয়েছেন স্বামীদের হাতে অত্যাচারিত মহিলাদের। এসডিপিও সহদেও সাও বলেছেন, আমরা সাবধানতার সঙ্গে খতিয়ে দেখছি এই মামলায় তিন তালাক বিলের ধারা প্রযোজ্য কিনা। তবে তিনি একইসঙ্গে জানান, স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৪৯৮-এ ও পণপ্রথা বিরোধী আইনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement