এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতা দিবসে ভাষণ সম্প্রচার করতে অস্বীকার দূরদর্শন ও আকাশবাণীর, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, তীব্র নিন্দা সিপিএমের
আগরতলা: দূরদর্শন ও আকাশবাণী স্বাধীনতা দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ প্রচার করতে অস্বীকার করেছে। এমনই অভিযোগ মানিক সরকারের। মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁকে বলা হয় যে ভাষণ ‘অদলবদল’ না করলে তা সম্প্রচার করা হবে না বলে দূরদর্শন ও আকাশবাণীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ও সিপিএম।
এ ব্যাপারে প্রসারভারতীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, দূরদর্শন ও আকাশবানী প্রসারভারতীর নিয়ন্ত্রণাধীন।
ত্রিপুরা সরকারের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ আগস্ট সন্ধে সাতটায় মুখ্যমন্ত্রীর ভাষণ রেকর্ড করা হয়েছিল। কিন্তু পরে মুখ্যমন্ত্রীর দফতরকে জানানো হয়, ওই ভাষণে অদলবদল করতে হবে। নাহলে তা সম্প্রচার করা যাবে না।
চিঠিতে আরও বলা হয়, মুখ্যমন্ত্রীর বার্তা উপযুক্ত কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। স্বাধীনতা দিবসের গুরুত্ব ও সম্প্রচার বিধি ও সরকারি সম্প্রচার সংস্থার দায়িত্ববোধের দিকগুলি মাথায় রেখে বর্তমান আকারে ভাষণটি সম্প্রচার করা যাবে না।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের বিষয়বস্তু অদলবদল করতে রাজি হলে দূরদর্শন ও আকাশবাণী খুশি হবে।
সিএমও-র পক্ষ থেকে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে তিনি একটি শব্দও পরিবর্তন করবেন না। দূরদর্শন ও আকাশবাণীর এই পদক্ষেপকে নজিরবিহীন, অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও অসিহষ্ণু বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী।
মানিক সরকারের ভাষণ গতকাল ত্রিপুরা দূরদর্শন ও আকাশবাণীতে সম্প্রচারিত হওয়ার কথা ছিল।
এই ঘটনার তীব্র নিন্দায় মুখর হয়েছে সিপিএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, দূরদর্শন বিজেপি-আরএসএসের ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনুগতদের দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার অভিযোগও করেছেন ইয়েচুরি।
সিপিএমের পলিটব্যুরো বিবৃতি দিয়ে অভিযোগ করেছে, এক জন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাঁর নিজের রাজ্যের মানুষকে কী বলবেন, সেই অধিকারেও হস্তক্ষেপ করছে কেন্দ্রের সরকার! এই ঘটনা জরুরি অবস্থার দিনগুলির কথা মনে করিয়ে দিচ্ছে।
ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।
সিপিএম বলেছে, প্রসার ভারতী স্বশাসিত সংস্থা। এ ধরনের সেন্সরশিপের মাধ্যমে কেন্দ্র আকাশবাণী, দূরদর্শন ও প্রসারভারতীর স্বশাসনে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেছে সিপিএম।
ত্রিপুরার মানুষ ও দেশের নাগরিক এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও জানিয়েছেন ইয়েচুরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement