এক্সপ্লোর
দাবি খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র, প্রত্যাহার ট্রাক ধর্মঘট

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়ায় দেশজুড়ে আটদিনের ট্রাক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। শুক্রবার সড়ক পরিবহণ মন্ত্রক ও অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘অবিলম্বে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’
এ মাসের ২০ তারিখ থেকে দেশজুড়ে ট্রাক ধর্মঘট শুরু হয়। ডিজেলের দাম কমানো, বিমার প্রিমিয়াম কমানো, টোল আদায় ব্যবস্থার উন্নতি সহ বিভিন্ন দাবি করে ট্রাক মালিকদের সংগঠন। শুক্রবার সড়ক পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ট্রাক মালিকদের সংগঠনের কর্তাদের দীর্ঘ বৈঠকের পর সমাধান সূত্র মেলে।
বৈঠকের পর সড়ক পরিবহণ, হাইওয়ে ও জাহাজ মন্ত্রী নীতীন গড়করি বলেছেন, ‘সরকারের আবেদন মেনে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। ট্রাক চালকদের দাবির প্রতি সরকার সংবেদনশীল। অনেক দাবিই মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলি বিবেচনার জন্য উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
