এক্সপ্লোর
কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ। খতম ২ জঙ্গি। এদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মী। উদ্ধার দুটি স্বয়ংক্রিয় রাইফেল। আজ সকালে সোপিয়ানে জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। দুই জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় জওয়ানরা। সূত্রের খবর, ওয়াসিম মোল্লা ও নাসির পণ্ডিত নামে দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য। পণ্ডিত গত বছর পুলিশ বাহিনী ছেড়ে দিয়েছিল। এরপর সে জঙ্গি শিবিরে নাম লেখায়। আশপাশের এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি। এক সেনা আধিকারিক জানিয়েছেন, সোপিয়ানের ভেহিল গ্রামে ৬২ রাষ্ট্রীয় রাইফেলস তল্লাশি চালাচ্ছিল। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















