এক্সপ্লোর
কুলগামের এনকাউন্টারে খতম তিন জঙ্গির দুজন পাকিস্তানি, জয়েশের শীর্ষ কমান্ডার, তৃতীয়জন কাশ্মীরি, জানাল পুলিশ

শ্রীনগর: কুলগামে রবিবারের এনকাউন্টারে খতম তিন জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানি, একজন কাশ্মীরি। জম্মু ও কাশ্মীর পুলিশের জনৈক মুখপাত্র সোমবার জানান, ওয়ালিদ ও নুমান নামে শনাক্ত করা হয়েছে দুজনকে। এরা পাক মদতপুষ্ট নিষিদ্ধ জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার, একাধিক সন্ত্রাসমূলক অপরাধে এদের খোঁজ করা হচ্ছিল বলে জানান মুখপাত্রটি। নিহত তৃতীয় জঙ্গি কাশ্মীরের ছেলে, কুলগামের সিগানপোরার বাসিন্দা। নাম রাকিব আহমেদ শেখ। গতকাল কুলগামের তুরিগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক ডেপুটি পুলিশ সুপার, এক সেনা জওয়ান ও ওই তিন জয়েশ জঙ্গি নিহত হয়। গতকালের সংঘর্ষস্থল থেকে আপত্তিকর নথিপত্রও পাওয়া গিয়েছে বলে জানান পুলিশের মুখপাত্রটি। পুলিশের রেকর্ডে থাকা নথি অনুসারে দুই পাকিস্তানি কাশ্মীর উপত্যকার দক্ষিণ অঞ্চলে সক্রিয় ছিল। মুখপাত্রটি বলেন, পুলিশের রেকর্ডে রয়েছে, এরা একাধিক সন্ত্রাসবাদী হামলার চক্রান্ত, তা কার্যকর করায় জড়িত ছিল। নিরাপত্তাবাহিনী, সাধারণ নাগরিকদের ওপর হামলা সহ অজস্র সন্ত্রাসমূলক অপরাধে যোগসাজশের জন্য এদের খোঁজ চলছিল। এদের নামে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে একাধিক মামলাও রুজু হয়। গতকালের সংঘর্ষস্থল থেকে রাইফেলসহ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ উদ্ধার হওয়ার কথাও জানান মুখপাত্রটি। বলেন, এইসব সামগ্রী পরবর্তী তদন্তের জন্য, অন্য সন্ত্রাস মামলায় যোগসূত্র খতিয়ে দেখতে সংগ্রহ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















