শনিবার উদ্ধব সরকারের ফ্লোর টেস্ট, এনসিপি বিধায়ককে প্রোটেম স্পিকার করলেন রাজ্যপাল
শপথ গ্রহণ সম্পন্ন। এবার সংখ্যা প্রমাণের পালা।
মুম্বই: শপথ গ্রহণ সম্পন্ন। এবার সংখ্যা প্রমাণের পালা। মুম্বইয়ের পাঁচ তারা হোটেলে এনসিপি ও কংগ্রেস বিধায়কদের নিয়ে যেভাবে নিজের শক্তি প্রদর্শন করেছিল শিবসেনা, এবার সেই জোটের ছবিটাই প্রমাণ করতে হবে বিধানসভায়। শনিবার ফ্লোর টেস্ট। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। মহারাষ্ট্র বিকাশ আঘাদি জোটের প্রস্তাব অনুযায়ী এই ফ্লোর টেস্টে প্রোটেম স্পিকার করা হয়েছে এনসিপি বিধায়ক দিলীপ ওয়েলস পাতিলকে। কালিদাস কোলম্বকরের পরিবর্তে প্রোটেম স্পিকার করা হয়েছে দিলীপ পাতিলকে।
প্রসঙ্গত, সরকার গঠনের দাবি জানানোর সময় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিকে ১৬৬জন বিধায়কের সমর্থনের কথা জানায় এমভিএ জোট। রাজ্যপাল ৩ ডিসেম্বরের মধ্যে সেই সব বিধায়কদের সমর্থনের চিঠি সরকারের কাছে চেয়েছে। এরই মধ্যে শক্তি আরও বাড়িয়ে সরকারের পক্ষে ১৭০ জন বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে শিবসেনা-এনসিপি ও কংগ্রেস জোট।
উল্লেখ্য, গতকাল শিবাজি পার্কে শপথ গ্রহণের পর আজ প্রথমবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রনালয়ে আসেন উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে ছিলেন আদিত্য ঠাকরে সহ শিবসেনার আরও নেতারা। এদিন দক্ষিণ মুম্বইয়ের হুতাতমা চকে গিয়েও শ্রদ্ধার্ঘ্য জানান নতুন মুখ্যমন্ত্রী।