Live Updates: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ উদ্ধব ঠাকরের, অভিনন্দন জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর
LIVE
Background
নয়াদিল্লি: মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটের সমাপতন। প্রথমে রাষ্ট্রপতি শাসন, তারপর ৮০ ঘণ্টার জন্য দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী থেকে সরে যাওয়ার পর বৃহস্পতিবার পাকাপোক্ত সরকার গড়তে চলেছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট। মুম্বইয়ের শিবাজি পার্কে এনসিপি এবং কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই প্রেক্ষাপটে একেবারে ফিল্মি কায়দায় ট্যুইট করলেন সঞ্জয় রাউত। ভিকি কৌশল অভিনীত ‘উরি’ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ’ লিখে ট্যুইট করেন শিবেসনা নেতা। সঙ্গে হিন্দিতে লেখেন, ‘জয় মহারাষ্ট্র’।
How is Josh?
जय महाराष्ट्र
— Sanjay Raut (@rautsanjay61) November 28, 2019
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ৪০ মিনিটে শপথ নেবেন শিবসেনা পরিবারের প্রথম মুখ্যমন্ত্রী উদ্ধব। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলার ৪০০ জন কৃষক। মুখ্যমন্ত্রীদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন ভূপেশ বাঘেল, কমলনাথ সহ মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্যান্যরা।