এক্সপ্লোর
পাকিস্তানে ঢুকে টুকরো টুকরো করে দিন ওদের, মোদীর পাশে থাকবে শিবসেনা, বললেন উদ্ধব

মু্ম্বই: পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। নরেন্দ্র মোদীকে বললেন উদ্ধব ঠাকরে। বিজেপিকে খোঁচা দিয়েই চলেছেন শরিক শিবসেনার সভাপতি। সীমান্তে ভারতীয় জওয়ানদের মাথা কেটে নেওয়ার ঘটনায় বিজেপিকে কেবলমাত্র দল নয়, দেশের শক্তি বাড়ানোর পরামর্শ দিলেন তিনি। উদ্ধব বলেছেন, শুধু দলের জোর বাড়ালেই হবে না, বিজেপি নজর দিক, কীভাবে দেশের শক্তি বাড়ানো যায়। আমরা মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি। উত্তরপ্রদেশে যোগী সরকার ক্ষমতায়, কিন্তু এখানে মানে মহারাষ্ট্রে রয়েছে একটা নিরুপযোগী সরকার। প্রসঙ্গত, কেন্দ্রের মতো মহারাষ্ট্রেও দেবেন্দ্র ফঢ়নবীশ সরকারের নেতৃত্বাধীন বিজেপি সরকারের শরিক শিবসেনা। উদ্ধব এও বলেন, পাকিস্তানে ঢুকে ওদের টুকরো টুকরো দিন। প্রধানমন্ত্রী মোদীর পাশে থাকবে শিবসেনা। মহারাষ্ট্রের চলতি কৃষি সঙ্কট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চাষিদের পক্ষে কিছু বললেই সরকার-বিরোধী তকমা দেওয়া হচ্ছে। পাশাপাশি এও বলেন, উত্তরপ্রদেশে বিজেপির জয় যেমন প্রশংসনীয়, তেমনই গোয়া বিধানসভা ভোটের ফল থেকে মুখ ফিরিয়ে নিলেও কিন্তু চলবে না। কংগ্রেস কোনও মুখ সামনে না রেখে ভোটে লড়েও বিজেপির চেয়ে চারটি বেশি আসন পেয়েছে। একে উপেক্ষা করা ঠিক নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















