এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
২৫ কোটি টাকা ঢেলে সঞ্জীবনীর খোঁজে উত্তরাখণ্ডের আয়ুষ দফতর
দেহরাদুন: সঞ্জীবনীর মাধ্যমে মৃত মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার কথা শোনা যেত প্রাচীন যুগে। রামায়ণের কাহিনী অনুসারে লক্ষ্মণের প্রাণও ফিরিয়ে দিয়েছিল সঞ্জীবনী। এবার সেই প্রাণ ফিরিয়ে দেওয়া মহৌষধির সন্ধান শুরু করল উত্তরাখণ্ডের আয়ুষ বিভাগ। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে একটি কমিটিও। সঞ্জীবনী খোঁজার জন্য ২৫ কোটি টাকা খরচ করবে উত্তরাখণ্ড।
রাজ্য আয়ুষ মন্ত্রী সুরেন্দ্র সিংহ নেগি জানিয়েছেন, এই ম্যাজিক ভেষজ আবিষ্কার করতে চায় তাঁর বিভাগ। আগামী সপ্তাহ থেকেই সঞ্জীবনী খোঁজার কাজ শুরু করবে চারজনের কমিটি। ভারত-চিন সীমান্তে হিমালয়ের দ্রোণাগিরি রেঞ্জে প্রচুর ভেষজ গাছ-গাছালির সন্ধান পাওয়া যায়। সেখানেই সন্ধান চালানো হবে সঞ্জীবনীর। রামায়ণে হনুমান সঞ্জীবনী আনতে গিয়ে যে পর্বত তুলে এনেছিলেন ভৌগলিক অবস্থান অনুযায়ী তা সেখানেই ছিল।
নেগি আরও বলেন, ঠিক মতো খোঁজা হলে, সংকল্পবদ্ধ হলে এই প্রচেষ্টা বিফলে যাবে না। অবশ্যই সঞ্জবনীর সন্ধান পাবেন তাঁরা। অগাস্ট থেকেই সঞ্জীবনী খোঁজার কাজ শুরু করবেন বিজ্ঞানীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement