এক্সপ্লোর
Advertisement
আইএসআই চর! ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকের রাঁধুনী গ্রেফতার উত্তরাখণ্ডের বাড়ি থেকে, মিলল পাকিস্তানি মোবাইল ফোন
লখনউ: পাকিস্তানে ভারতীয় কূটনীতিকের রান্নাঘরে আইএসআই চর! এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল উত্তরাখণ্ডের পিথোরগড়ের দিদিহাটে নিজের বাড়ি থেকে জনৈক রমেশ সিংহ কানিয়াল নামে এক ব্যক্তি পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়ার পর। তাকে পাকড়াও করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। জেরায় সে দেশ-বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে এটিএস জানিয়েছে।
লখনউ ও পিথোরগড়ে সরকারি অফিসাররা জানিয়েছেন, কানিয়াল ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ইসলামাবাদে ওই ভারতীয় কূটনীতিকের বাড়িতে রাঁধুনির কাজ করেছে। সেই সময় অর্থ নিয়ে পাক গুপ্তচর সংস্থাকে বহু গোপন তথ্য পাচারে অভিযুক্ত হয়েছে সে। তার বাড়িতে তল্লাসি চালিয়ে একটি পাকিস্তানি 'কিউ মোবাইল' উদ্ধার হয়েছে বলে খবর। এটিএস জানিয়েছে, তার সঙ্গে যোগাযোগ রাখতে কানিয়ালকে ওই ফোন দিয়েছিল আইএসআই। মোবাইলটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। তার মধ্যে স্পাইওয়্যার থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। সেটি থেকে তথ্য বের করে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলে তাঁদের অনুমান। পাকিস্তানি ব্র্যান্ডের এই মোবাইলে টাচ স্ক্রিন, কোয়ার্তি, ওয়াইফাই, অ্যানড্রয়েড সিস্টেমের যাবতীয় সুবিধা পাওয়া যায়।
তদন্তকারীদের দাবি, কানিয়ালকে গোপন নথি সংগ্রহের বিনিময়ে ডলার দিত আইএসআই। ছুটিতে ভারতে এসে সেই ডলার দিল্লিতে টাকায় ভাঙিয়ে গ্রামের বাড়ি নিয়ে যেত সে।
তাকে জেরার জন্য লখনউ নিয়ে যাওয়া হয়েছে। তাকে বিস্তারিত জেরার জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইবে। সে কী কী তথ্য পাচার করেছে, কত অর্থের বিনিময়ে, সেই অর্থ সে কোথায় ব্যবহার করেছে, জানতে চাওয়া হবে জেরায়।
উত্তরপ্রদেশে কাদের চরবৃত্তির টার্গেট করতে তাকে বলা হয়েছিল, সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে কানিয়ালকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement