এক্সপ্লোর
Advertisement
সপা দিতে চায় ৯৯ আসন, নারাজ কংগ্রেস, ভেস্তে যাওয়ার পথে জোট সম্ভাবনা?
লখনউ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট কি হচ্ছে? আসন সমঝোতা না হওয়ায় এই প্রশ্ন জোরদার হচ্ছে। সপা ছাড়তে চাইছে ৯৯ আসন। কিন্তু কংগ্রেস ১১০ আসনের কমে রাজি নয়। এই টানাপোড়েনেই ভেস্তে যাওয়ার পথে জোটের সম্ভাবনা।
গত কয়েকদিন ধরেই জোট নিয়ে আলোচনা চালাচ্ছে কংগ্রেস ও সপা। শনিবার দুপুরেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন কংগ্রেসের পরামর্শদাতা প্রশান্ত কিশোর। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনায় কোনও ফল হয়নি।
আসন রফা নিয়ে জটিলতার জন্য দু পক্ষই একে-অপরকে দুষছে। সপা শিবিরের দাবি, মাত্র ২৮ জন বিধায়ক নিয়ে কংগ্রেস কী করে শতাধিক আসনের দাবি করছে? কংগ্রেসের আবার পাল্টা দাবি, সপা প্রথমে ১৪১ আসন ছাড়তে রাজি হয়েছিল। সপা প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ৩৮ আসনের তালিকা জমা দেওয়ার পরেই সপা-র মত বদলে যায়। তারা কংগ্রেসকে ১২১ আসন ছাড়ার কথা বলে। এখন আবার ৯৯ আসনের কথা বলছে। ফলে জোটের সম্ভাবনা কার্যত শেষ।
এক কংগ্রেস নেতা বলেছেন, জয়ের সম্ভাবনা রয়েছে এমন আসনগুলি সপা নিজেদের দখলে রেখে দিয়েছে। কংগ্রেসকে এমন আসন ছাড়া হচ্ছে, যেখানে দলের সংগঠন নেই। কংগ্রেস ছোট দলগুলিকেও সঙ্গে নিতে চাইছে। কিন্তু সপা রাজি নয়। কংগ্রেসের লক্ষ্য বৃহত্তর স্বার্থে একত্রিতভাবে সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করা। সেই কারণেই বেশি আসন চাইছে কংগ্রেস। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রাজ বব্বরও বলেছেন, ছোট দলগুলিকে নিয়ে জোট করতে চায়। ফলে বলাই যায়, সপা-কংগ্রেস জোট এখন বিশ বাঁও জলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement