Earthquake News: ভারত-নেপাল-বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন-ভুটানেও। ABP Ananda Live
ABP Ananda Live: সাতসকালে কলকাতায় ভূমিকম্প। কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভারত-নেপাল-বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন-ভুটানেও। সাতসকালে মোট ৫টি দেশে ভূমিকম্প।
কর্নাটক, গুজরাত, পশ্চিমবঙ্গের পর এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল। চেন্নাই ও সালেমে ২জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ।
আক্রান্ত দু'জনের অবস্থাই স্থিতিশীল বলে জানানো হয়েছে। আক্রান্তদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠও হয়েছে তামিলনাড়ুতে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা।
ইতিমধ্যে কলকাতায় এই ভাইরাসে একাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। আবার সুস্থও হয়ে উঠেছেন। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে বিশেষজ্ঞরা।