এক্সপ্লোর
Advertisement
লখনউয়ে ভোটগ্রহণ রবিবার, এবারও ভোট দিতে পারছেন না বাজপেয়ী
নয়াদিল্লি: এবারও ভোট দিতে পারছেন না লখনউ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের ১৪১ নম্বর ভোটার, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি, জনসমক্ষেও দেখা যায় না তাঁকে। ৯২ বছর বয়সি বাজপেয়ী টানা পাঁচবার লখনউ লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন সংসদে। সেই সুবাদে 'নবাবের শহর' বললেই অনিবার্য ভাবে এসে যায় তাঁর নাম।
বাজপেয়ীর ঘনিষ্ঠ সহযোগী শিব কুমার বলেছেন, শেষবার অটলবিহারী বাজপেয়ী ভোট দিয়েছিলেন ২০০৪ সালের লোকসভা নির্বাচনে। তিনি শেষ ভোটেও লড়েছিলেন সেবার। কিন্তু তারপর ২০০৭, ২০১২-র বিধানসভা নির্বাচন, ২০০৯ ও ২০১৪-র লোকসভা ভোটেও ভোট দিতে পারেননি তিনি। চলতি বিধানসভা নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, লখনউয়ে ভোটগ্রহণ রবিবার। সেখানে লখনউ পুরসভা অফিসের বুথে ভোটার হিসাবে নথিভুক্ত রয়েছে বাজপেয়ীর নাম। তাঁর পরিচয়পত্রের নম্বর XGF0929877.
১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪-এ লোকসভায় লখনউ থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯, ২০১৪-র সাধারণ নির্বাচনেও বিজেপির দাপট অব্যাহত রেখে জেতেন যথাক্রমে লালজি ট্যান্ডন ও রাজনাথ সিংহ।
বাজপেয়ী এবারও ভোট দিতে পারছেন না, তাই মন খারাপ বিজেপি রাজ্য শাখার মুখপাত্র রাকেশ ত্রিপাঠির। যদিও তিনি বলছেন, অটলজি দলীয় প্রার্থীকে ভোট দিতে না পারলেও তাঁর আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে রয়েছে। তার জোরে আমরা ভোট ময়দানে এগিয়ে যাব, উত্তরপ্রদেশ জয় করব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement