এক্সপ্লোর
স্যানিটাইজেশন করা নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে স্বাস্থ্যকর্মীর মুখে কীটনাশক ঢেলে খুনের অভিযোগ
ঘটনায় ইন্দ্র পাল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের দাবি, পুলিশ জানিয়েছে , তারা বিষয়টি তদন্ত করে দেখছে। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লখনউ: করোনা মোকাবিলায় যাঁরা জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছেন, তাঁদের ওপর হামলার ঘটনার যেন শেষ নেই। যোগীরাজ্যে করোনা যোদ্ধাকে খুনের অভিযোগ। উত্তরপ্রদেশের রামপুরে জীবাণুনাশক ছড়ানোর সময় স্বাস্থ্যকর্মীর ওপর হামলা। মারধর করে জোর করে মুখে জীবাণুনাশক ঢেলে ওই স্বাস্থ্যকর্মীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। হামলার ঘটনা ঘটে ১৪ এপ্রিল। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। সূত্রের খবর, কুঁয়ার পাল নামে ওই স্বাস্থ্যকর্মী ১৪ এপ্রিল রামপুরের পেমপুর গ্রামে জীবাণুনাশক ছড়াতে যান। তিনি যখন কাজ করছেন সেই সময় ইন্দ্র পাল নামে এক গ্রামবাসী বেরিয়ে আসেন। ইন্দ্র দাবি করেন, তাঁর গায়ে জীবাণুনাশক ছিটকে পড়েছে। অভিযোগ, এরপরই ইন্দ্র, তাঁর প্রতিবেশী ও সঙ্গীরা প্রচণ্ড মারধর করেন ওই স্বাস্থ্যকর্মীকে। তাঁর মুখে পাইপ দিয়ে জীবাণুনাশক ঢেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ কুঁয়ারকে ভর্তি করা হয় মোরাদাবাদের টিএমইউ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইন্দ্র পাল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের দাবি, পুলিশ জানিয়েছে , তারা বিষয়টি তদন্ত করে দেখছে। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদ করে ও সুরাহার আশায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি লিখেছিলেন এইমসের রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















