এক্সপ্লোর
Advertisement
বেআইনি বালি তোলার প্রতিবাদ স্থানীয়দের, দলিত সহ দুটি বালককে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা, অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের ছেলে
বাহরাইচ (উত্তরপ্রদেশ): স্থানীয় বাসিন্দারা বাহরাইচে বেআইনি বালি তোলার প্রতিবাদ করায় ভৌরি গ্রামের দুটি শিশুকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের ছেলে ও এক মাইনিং কন্ট্র্যাক্টরের বিরুদ্ধে। যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের বিধায়ক সুভাষ ত্রিপাঠি। বলেছেন, এটা চক্রান্ত।
করণ ও নিসার নামে যথাক্রমে ১০ ও ১১ বছরের ছেলেদুটির দেহ গতকাল উদ্ধার হয় গ্রামের নালা থেকে। তার পাশেই চলছিল বালি তোলার কাজ। উত্তেজিত জনতা বালি মাফিয়াদের গাড়ি ভাঙচুর করে।
করণ দলিত পরিবারের ছেলে। তার বাবা ছেতরামের দাবি, বিধায়কের ছেলে নিশাঙ্ক ত্রিপাঠি ও মাইনিং অপারেটর মনোজ শুক্লা বেঁধে দেওয়ার এলাকা ছেড়ে তাঁর জমি খুঁড়ে বালি তুলছিলেন। তাঁরা বাধা দিলে বাচ্চা দুটিকে গর্তে ফেলে দিয়ে বুলডোজারের সাহায্যে মাটি চাপা দেয় নিশাঙ্ক, মনোজ। তপসিলি জাতি ও উপজাতি নিগ্রহ রোধ আইনে খুনের অভিযোগে ওদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর রুজু করা হয়।
যদিও সেখানকার এসএইচও জানান, বাচ্চাদুটি জলে ডুবে মারা গিয়েছে বলে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টে। বাহরাইচের পয়াগপুরের বিজেপি বিধায়ক সুভাষ ত্রিপাঠি হুমকি দিয়েছেন, ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন।
জেলা শাসকের নির্দেশে তিন সদস্যের কমিটি তদন্তে নেমেছে।
এদিকে রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে দলিত ছেলেটির শেষকৃত্যে যোগ দিতে আবেদন করেছেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। গ্রামবাসীরা পুলিশকে ঘেরাও করার পরই পুলিশ অভিযোগ দায়ের করে বলে দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement